প্রতিনিধি
চাঁদপুর শহরে সাংবাদিক পরিচয়ে ২ প্রতারকে আটক করেছে মডেল থানা পুলিশ। আজ শনিবার দুপুরে বাসষ্ট্যেন্ড এলাকায় নাম্বারবিহীন প্রেস লাগানো একটি ওয়ালটন মোটরসাইকেলসহ আটক করে এস আই ফিরোজ আলম।
আটককৃতরা হলেন, ফরিদগঞ্জ উপজেলার সেকদী গ্রামের বাসু পাটওয়ারীর ছেলে মাসুদ পাটওয়ারী (২৮) ও পশ্চিম বগাদীর সাত্তার খানের ছেলে মামুন খান (১৯)।
এস আই ফিরোজ আলম বলেন, ‘মোটরসাইকেলে থাকা দু’জনকে প্রথমে মোটর সাইকেলে প্রেস লেখা কেন জবাবে সাংবাদিক পরিচয় দেয়। তবে কোন পত্রিকার কার্ড দেখাতে পারেনি।’
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।