ফখরুল ইসলাম তারেক : চাঁদপুরের ফরিদগঞ্জে প্রতারণা করতে ম্যাজিষ্ট্রেট ও ডিবি পুলিশ পরিচয় দেওয়া ৬ জনকে আটক করেছে পুলিশ। MZসোমবার সকালে উপজেলার ধানুয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে ম্যাজিষ্ট্রেট পরিচয় দানকারী সাদিকুল ইসলামের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জের ইসলামপুর গ্রামে। ডিবি পুলিশ পরিচয় দেওয়া অন্যরা হচ্ছেন : শরীয়তপুরের আরিফ আল মামুন মুরাদ (৩৪) ও আহমেদ হোসেন (৩৪), চাঁদপুরের আবুল কালাম আজাদ (২৯) ও আলমগীর খান পল্টু (৩০) এবং লালমনিরহাটের হাবিব (২৮)।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, ধানুয়া গ্রামের একটি ঝিলে মাছ ধরার জন্য ভুয়া ম্যাজিস্ট্রেট ও ডিবি সেজে কয়েকজন লোক সেখানে যান। এ সময় সেখানকার স্থানীয় লোকজন তাদের পরিচয় জানতে চাইলে তারা ডিবির লোক ও সাথে থাকা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তারা মাছ ধরতে এসেছেন বলে জানান। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ফরিদগঞ্জ থানার এসআই কৃষ্ণ কুমার দাস জানান।
চাঁদপুর নিউজ সংবাদ