নিজস্ব প্রতিনিধি-
চাঁদপুর থানা পুলিশের হাতে ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ৫ অক্টোবর শনিবার সকাল ১১টায়।
জানা যায়, হাজীগঞ্জ উপজেলার বড়কূল গ্রামের রায় বাড়ির মৃত অনিল রায়ের ছেলে স্বপন রায় (২২) চাঁদপুর শহরের বড়স্টেশন মাছঘাট এলাকায় শ্রমিকদেরকে ধূমপান করা অবস্থায় নিজেকে কুমিল্লা গোয়েন্দা পুলিশের কনস্টেবল পরিচয় দিয়ে মাদক সেবন ও মাছঘাট এলাকায় জাল টাকার লেনদেন অভিযোগ এনে বাকবিত-ায় লিপ্ত হয়। এসময় মাছ ঘাটের শ্রমিকদের মধ্যে স্বপনকে সন্দেহ হলে তাকে লোকজন ঘিরে ফেলে। এ সময় স্বপন রায় নিজেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ধূমপায়ী শ্রমিকদের সাথে অর্থ লেনদেনের রফাদফা করে। পরে তাকে মৎস্য ব্যবসায়ী ইউসুফ বন্দুকশীর মালিকানাধীন বন্দুকশী ফিস এন্টারপ্রাইজে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রতারক স্বপন রায় তার সাথে ৩জন সহযোগি রয়েছে বলে জানান। পরবর্তীতে চাঁদপুর মডেল থানার পুলিশকে খবর দিলে উপ-পরিদর্শক আবু সাইদ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী যুবক স্বপন রায় পুলিশের কাছে স্বীকার করে যে, তার সাথে আর কোন লোক নেই। সে নিজে একাই সে এখানে প্রতারণার হাত তৈরি করে। পুলিশ এ সময় স্বপনের কাছ থেকে প্রাইম ব্যাংকের দু’টি চেক বই, এনসিসি ব্যাংকের ১টি চেক বই ও এশিয়া ব্যাংকের আরো ২টি চেক বইসহ মোট ৫টি চেক বই, ৪টি মোবাইল সেট ও ১ পুড়িয়া গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ১টি প্রতারণা মামলা করা হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৪ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।