মিজানুর রহমান রানা
চাঁদপুরে ভূয়া ধর্মীয় প্রতিষ্ঠানের নামে চাঁদা তুলে প্রতারণার অভিযোগে চাঁদপুর মডেল থানা পুলিশ জাকারিয়া হোসেন মনির নামে একজন গ্রেফতার করে।
বুধবার সকালে চাঁদপুর কোর্ট এলাকা চত্ত্বরে জাকারিয়া হোসেন মনির মাথায় টুপি ও ধর্মীয় পোশাক পরে হাতে ‘দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা’ স্থান দোকানঘর, ডাকঘর বহরিয়া বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর এই ঠিকানা সম্বলিত একটি লিফলেট নিয়ে মানুষজনের কাছে মাদ্রাসার হেফজ বিভাগ, নূরানী বিভাগ, ক্বারিয়ানা বিভাগে গরিব দুঃস্থ এতিমদের পড়ানোর নাম করে লিল্লাহ ও এককালীন দান অনুদান তোলা শুরু করে। বিষয়টি একজন মানবাধিকার কর্মীর নজরে আসলে তিনি তাকে চ্যালেঞ্জ করলে প্রথমে সে বানোয়াট ও চতুর কথা দ্বারা বিষয়টিকে সত্য প্রমাণের চেষ্টা চালায়। পরে লোকজন লিফলেটের ঠিকানা ও মাদ্রাসার নাম ভূয়া দেখে সন্দেহ হলে তাকে ধরে চাঁদপুর সদর ইউএনও দুলাল চন্দ্র সূত্রধরের অফিসে নিয়ে আসে। সেখানে জিজ্ঞাসাবাদে সে মাদ্রাসার দান অনুদানের নামে প্রতারণা করে টাকা সংগ্রহ করে বলে স্বীকার করে। পরে তাকে চাঁদপুর সদর মডেল থানার এসআই মনির সঙ্গীয় ফোর্সসহ ৪২০ ও ৬০২ ধারায় গ্রেফতার চাঁদপুর সদর থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে অনুসন্ধানে জানা গেছে, চাঁদপুর জেলায় একটি চক্র প্রায় সময়ই তাদের ৮/১০ জনের একটি বাহিনীর দ্বারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে দান অনুদান তুলে নিজেরাই ভাগ করে খেয়ে লাভবান হচ্ছে। ওই চক্রেরই একজন মঙ্গলবার পুলিশের হাতে গ্রেফতার হয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।