চাঁদপুর: চাঁদপুরে করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করায় দুইজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জেলা ম্যজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ মহোদয় কর্তৃক জারীকৃত গণবিজ্ঞপ্তি বাস্তবায়নে আজ বিকেল ৪.৩০ ঘটিকা থেকে রাত ৮.৩০ ঘটিকা পর্যন্ত সচেতনতা মূলক মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় বড় স্টেশন মোল হেড বিনোদন কেন্দ্রে জনসমাগম বন্ধ করা হয়। রাত ৮ ঘটিকার পর শহরের শপিং মল ও দোকান সমূহ ( জরুরী প্রয়োজন ব্যতীত) বন্ধ এবং জনসাধারণকে সাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন ও মাস্ক বিতরন করা হয়।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে দিনের বেলায় ভ্রাম্যমান আদালতে শহরের রসুইঘর পার্টি সেন্টারে লাখ টাকা ও ৯জনকে স্বাস্থ্য বিধি না মানায় ১৯০০ টাকা জরিমানা করা হয়।
চাঁদপুরনিউজ/এমএমএ/