মিজান লিটন ॥
চাঁদপুর সদর উপজেলার শিলনদিয়া এলাকা থেকে নুরুন্নাহার বেগম নুরী (৪০) নামে মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে চাঁদপুর সরকারী কলেজের একজন দপ্তরী পেশায় চাকুরী করতেন। ঘটনার আগের দিন তার চাচীকে দেখতে শিলনদিয়া চাচাতো বোন মনোয়ারা বেগমের বাড়ী যান। রাতের কোন এক সময় ঘাতকরা নুরীকে হত্যা করে পাশের একটি খালে ফেলে রাখে। তার বাপের বাড়ী বিষ্ণুদী এলাকায়, স্বামীর মৃত ছায়েদ বেপারী। মৃত্যুকালে ১ ছেলে, ৪ মেয়ে রেখে যান।
আজ মঙ্গলবার এস আই আনোয়ার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মৃতের ছেলে মোস্তফা বেপারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।