শওকত আলী, চাঁদপুর :হাজীগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের ডাকাতিয়া নদীর পাড়ে জনৈকা হাসিনা বেগম নামে এক ভূয়া কবিরাজের খপ্পড়ে পড়ে স্বর্বস্ব হারিয়েছে ২ যুবক। অভিযোগে জানা যায়, আগত রোগীদের কাছ থেকে কবিরাজি কৌশলে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে। হাসিনা র্দীঘ ১০ বছর যাবত পৌর এলাকার বিভিন্ন স্থানে বাসাবাড়া নিয়ে কবিরাজী পেশা চালিয়ে যাচ্ছেন। তিনি যেখানেই যান সেখানে মহিলাদের ডেলিভারী, বানটোনা, কুফরী ও জ্বীনের মাধ্যমে বিয়ে পড়িয়ে থাকেন।
এরই ধারাবাহিকথা পৌর এলাকার জৈনক এক যুবকের সাথে তার বড় মেয়ে (১২) এর সাথে জ্বীন বিয়ে পড়িয়েছেন বলে কবিরাজ হাসিনা দাবি করেন এবং যুবকের কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে থাকেন। পরে ঘটনাটি যুবকের পরিবারের কাছে জানালে তারা হতবম্ব হয়ে পড়েন। কবিরাজ হাসিনা বেগম যুবকের পরিবারকে জানান, এ থেকে বাচতে হলে নগদ ৬০ হাজার টাকা দিতে হবে। আর তা না হলে জ্বীন যুবকের ক্ষতি করবে এবং তাকে আমার মেয়েকে বিয়ে করতে হবে। এই প্রতারনার ফাঁদে পড়েন আরও এক জন যুবক।