শাহরিয়ার খান কৌশিক,
চাঁদপুরে প্রতিদিন দিনে-রাতে ট্রাক ও পিকআপ বোঝাই করে জাটকা ইলিশ ঢাকায় পাচার হচ্ছে বেশ কয়েকটি চক্র। বৃহস্পতিবার গভীর রাতে শহরের মটখোলা গ্যাস পাম্পের সামনে মহা সড়কে চাঁদপুর মডেল থানার এস আই মমিনুলের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি পিকআপ গাড়ি জব্দ করে। গাড়িতে ড্রাম বোঝাই প্রায় দেড় হাজার কেজি জাটকা পাওয়া যায়। এসময় জাটকা মাছ সহ সাজ্জাদ হোসেন, সাজ্জাদ বেপারি ও আরিফ বেপারিকে পুলিশ আটক করে। জাটকাগুলো আদালতের নির্দেশে থানা প্রাঙ্গণ হতেই আজ দুপুরে কয়েকশো দুস্থ মহিলাদের মধ্যে তৎক্ষণাৎ বিতরণ করা হয়। এ সময় থানায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল জাহিদ পারভেজ চৌধুরী ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। পুলিশ জানায়, গভীর রাতে জাটকা মাছ পাচারকালে একটি পিকআপ গাড়ি জব্দ করে। এসময় চালকসহ ৩জনকে আটক করা হয়েছে। মাছগুলো লক্ষীপুর নদীর পাড় থেকে লোড করা হয়েছে। মাছগুলো বহরিয়ার রুবেলের ছিলো এবং সে অনেক মাছ মতলব ও ঢাকায় পাচার করেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এছাড়া রুবেল ও টিটু মোটরসাইকেল নিয়ে জাটকা মাছের গাড়ি মতলব দক্ষিণ পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। পুলিশ মাছের গাড়ি ধড়লেই সাথে সাথে গিয়ে দলের নেতাদের নাম ভাঙিয়ে ছাড়িয়ে নিয়ে আসে। এই ঘটনায় মৎস্য আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।