প্রতিনিধি ॥ চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পূর্ব লক্ষ্মীপুর গ্রামে পুকুর থেকে মসজিদের মাটি কাটতে গিয়ে ২০০ বছরের পুরনো মূল্যবান হিন্দুদের গোপাল মূর্তি উদ্ধার করেছে শ্রমিকরা।
ওই মুর্তিটি কিছুদিন শ্রমিকদের কাছে থাকলেও খবর পেয়ে চেয়ারম্যান মো. সেলিম খান তাদের কাছ থেকে নিয়ে তার কাছে রক্ষিত রাখে।
পরে ২৪ ফেব্রুয়ারী রবিবার দুপুরে এই শত বছরের পুরনো মূর্তিটি মডেল থানায় এনে পুলিশের কাছে হস্তান্তর করে।
মূর্তিটি হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছিম উদ্দিন ,তদন্ত ওসি হারুনুর রশিদ, ইন্সপেক্টর মোঃ মনির হোসেন।
মূর্তিটি উদ্ধার করার শ্রমিক শাহাদাত খান জানায়, গত ২৪ জানুয়ারি পুকুরে মাটি কাটতে গিয়ে একটি মুর্তিটি উদ্ধার করি। পুকুরের মালিকের অনুরোধে নিজের কাছেই সংরক্ষিত রাখি। কিন্তু পরবর্তীতে এটি জানাজানি হলে ইউপি চেয়ারম্যান সেলিম খান আমার বাড়ীতে এসে গত ২৭ জানুয়ারি মূর্তিটি নিয়ে যায়।
অবশেষে এক মাস পর চেয়ারম্যান সেলিম খান তার লোকজন পাঠিয়ে এলাকার মানুষের চাপে পড়ে মূর্তিটি পুলিশের কাছে হস্তান্তর করে।