চাঁদপুর: চাঁদপুরের রাজরাশ্বের ইউনিয়নের লামিরা চর এলাকার মাটি চুরিকালে আটক দুই বলগেট মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
তারা হলেন, সদর উপজেলার মধ্য ইচুলী গ্রামের মুনাফ গাজীর ছেলে নেছার উদ্দিন (২৮) ও শামছূল খানের ছেলে মনির খান (৪০)।
রোববার বিকেল ৫টায় শহরের চৌধুরীঘাট এলাকার কোস্টগার্ডের অস্থায়ী কার্যালয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ নূর তুষার এ রায় দেন।
বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ২ জনকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর কেস্টগার্ড স্টেশন কমান্ডার লে. বদরুদ্দোজা জানান, সাজাপ্রাপ্ত ২ জনসহ মোট ১১ জন সকালে অবৈধভাবে লামিরা চরে মাটি কাটছিল। খবর পেয়ে কোস্টগার্ড টহল দল বলগেটসহ সবাইকে আটক করে নিয়ে আসে।
পরে ৯ শ্রমিককে ছেড়ে দেওয়া হলেও বলগেট মালিকদের জরিমানা করা হয়।