চাঁদপুর: চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র নিয়মিত মাদক বিরোধী অভিযানে শহরের মিশনরোড ও ছায়াবানী মোড় এলাকা থেকে শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন গাজী (২১) ও ফারুক খান (২৫) কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে অভিযান চালিয়ে মিশন রোড টু ছায়াবানী মোড় সড়কের তাজমহল সোহানা ম্যানশন এর সামনে পাকা সড়কের উপর হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ী আল-আমিন গাজী ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মনু গাজী বাড়ীর আক্কাস গাজীর ছেলে এবং ফারুক কান উত্তর গোবিন্দপুর ইউনিয়নের নয়ারহাট এলাকার মো. আলম খানের ছেলে।
চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/