চাঁদপুর শহরের জামতলা এলাকা থেকে আটক আবু তাহের শাওন (২৩) নামে মাদকসেবী যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জামতলা রাস্তার মাথায় জুয়েলের দোকানের পিছনে হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ইন্সপেক্টর ও সঙ্গীয়ফোর্স কর্তৃক ১০ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটককৃত আবু তাহের শাওন(২৩) কে আটক করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোঃ মজিবুর রহমান, পেশকার মোঃ জহিরুল ইসলামসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফোর্সের সদস্যবৃন্দ।