চাঁদপুরে মাদক সেবন ও ব্যবসা পরিহার করার শপথ নিয়েছে ৩০ মাদকাসক্ত যুবক। মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে চাঁদপুর শহরের পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপার শামসুন্নাহার।
পুলিশ সুপার বলেন, মহান রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে জীবনকে সুন্দর ও দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে তরুন সমাজকে মাদক সেবন ও ব্যবসা থেকে দূরে রাখার লক্ষ্যে প্রশাসন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা মাদক দূরীকরণের পাশাপাশি জঙ্গিবাদ ও বাল্যবিবাহ নির্মুলে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এজন্য আমরা প্রশাসনের পাশাপাশি সমাজের বিভিন্ন পেশা ও শ্রেণীর লোকজনের সহযোগিতা কামনা করছি।
এর আগে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ নির্মুলে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুশি সুপার শামসুন্নাহারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন পেশা ও শ্রেণীর লোকজন ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, বর্তমান সভাপতি সুভাষ চন্দ্র রায়, পৌর প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালী উল্যাহ অলি প্রমুখ।