চাঁদপুরে মাদক উদ্ধার ও মাদক ব্যাবসায়ীকে আটক করতে কুমিল্লার র্যাব-১১ অভিযান চালিয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮ টায় কুমিল্লার র্যাব-১১ এর একটি টিম সাধা পোশাকে এসে শহরের গুয়াখোলায় মৎস্য ব্যাবসায়ী জালাল উদ্দিন বাবুল এর ৫তলা ভবনের ২য় তলায় অভিযান চালায়।
জানা যায়, কক্সবাজার টেকনাফের এক ইয়াবা ব্যাবসায়ী কুমিল্লার র্যাব-১১ এর সদস্যরা আটক করে। তার তথ্য অনুযায়ী ১ লক্ষ ইয়াবা চাঁদপুরে এসেছে এমন তথ্যের ভিত্তিতে কুমিল্লার র্যাব-১১ মাদক উদ্ধার করতে আসামীকে সাথে নিয়ে আসে। গুয়াখোলায় মৎস্য ব্যাবসায়ী জালাল উদ্দিন বাবুল এর বাসায় চাঁদপুরের মাদক ব্যাবসায়ী সেই ইয়াবা এনেছে আটক আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। এসময় অভিযানে আসা কুমিল্লার র্যাব-১১ এর সদস্যরা জানায়, মাদক উদ্ধার ও এক আসামীকে আটক করতে এই অভিযান চালানো হয়েছে। ইয়াবা উদ্ধার করার পর আসামীদের নাম প্রকাশ করা হবে। এদিকে চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মামুনুর রশিদ জানায়, কুমিল্লার র্যাব-১১ চাঁদপুরে অভিযান করলেও তারা পুলিশকে জানায়নি। কি কারনে তারা এসেছে তাও বলতে পারবো না। তবে কুমিল্লার র্যাব-১১ বিশেষ ক্ষমতায় কাউকে না জানিয়ে অভিযান করতে পারে।
শিরোনাম:
বুধবার , ২২ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।