চাঁদপুর শহরের চৌধুরী ঘাট বাঁশপট্রি মাদকপ্রবন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান আটক ব্যক্তির ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৭ জুলাই চাঁদপুর সদর উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে আসামী মোঃ অলি দেওয়ান (৩৬), পিতা- মৃত রমিজ উদ্দিন দেওয়ানকে ৩ মাসের সশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
অলি দেওয়ান ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক দিদারুল আলম তার ফেসবুক পেইজে একথা জানিয়েছেন। তাকে ওইদিনই মাদকসহ গ্রেফতার করা হয়।