মিজানুর রহমান রানা
চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী পিতা ও পুত্রকে আটক করা হয়েছে।
২৩ আগস্ট শনিবার সকাল সাড়ে ৯ টায় চাঁদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চাঁদপুর মডেল থানার পুলিশ যৌথভাবে পুরাণবাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পুরাণবাজার মধ্য শ্রীরামদী বউবাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মৃত রশিদ বেপারীর ছেলে ফজল বেপারী (৫৫) ও তার ছোট ছেলে সোহেল বেপারী (২৪) কে ৩০পিচ ইয়াবা সহ আটক করা হয়। চাঁদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক মো. জয়নাল আবেদীন ও চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক নন্দন কুমার এই অভিযানের নেতৃত্ব দেন। পরে তাদের ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা (উপমা) ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯ (ক) ধারায় এক বৎসর কারাদণ্ড প্রদান করে।
উল্লেখ্য, ফজল বেপারীর ও তার দুই পুত্র রাসেল বেপারী ও সোহেল বেপারির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পুরাণবাজারের বৌ বাজার এলাকায় ফজল বেপারীর পুরো পরিবার দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে বিভিন্ন প্রকারের মাদক বিক্রি করে আসছিল। ফজল বেপারীর স্ত্রী রাসেদা বেগম, দুই পুত্র রাসেল বেপারী ও সোহেল বেপারী বেশ কয়েকবার পুলিশের হাতে ধরা খেয়ে হাজতবাসও খেটেছে। পরে জামিনে বের হয়ে এসে তারা পুনরায় মাদক ব্যবসায় মেতে উঠে। গত এক মাস পূর্বেও ফজল বেপারী ও রাসেল বেপারীকে পুলিশ আটক করে নিয়মিত মামলার মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছিল। কিছুদিন হাজত খেটে তারা জামিনে এসে আবারো মাদক ব্যবসা শুরু করে। ওইদিন আটককৃত ফজল ও সোহেল বেপারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়েছে।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।