স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে মাদক পরিবহনের রে্যব-৪ নামে একটি গাড়ি সড়ক দূরঘটনায় কবলিত হয়ে রাস্তার পাশে গাছের সাথে আঘাত খেয়ে খাদে পড়ে গেছে। আজ সোমবার সকালে চাঁদপুর –রায়পুর মহাসড়কে বাগাদি ইউনিয়নে গাছতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি তল্লাশী করে একটি দেশিয় অস্ত্র,ইয়াবা উদ্ধার করে। এই ঘটনার সাথে জরিত সন্ধেহে একজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ফরিদগঞ্জের মনির হোসেনের মালিকানাধিন ঢাকা মেট্রো ঘ ১৩-২০৯০ রে্যব-৪ নামে একটি গাড়ি বেশ কয়েক মাস পূর্বে কুমিল্লার নাছির নামে এক চালক দিনে ৩ হাজার টাকায় ভাড়া নেয়। সে এই গাড়িতে প্রতিদিন রাতে মাদক পরিবহন করতো বলে অনেকে জানিয়েছেন। ঘটনারদিন ভোরে সে বেপোরোয়া গতিতে গাড়িটি চালিয়ে এসে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে আঘাত খেয়ে খাদে পড়ে যায়। ঘটনার পরেই সে ও তার সহযোগিরা গাড়িটি রেখেই তাদের অপর একটি গাড়িতে উঠে পালিয়ে যায়। চালক নাছির গাড়িটি পাহাড়া দেবার জন্য তার আপন ভাইকে সেখানে রেখে আসে।
পরে পুলিশ জানতে পেরে দুপুরে ঘটনাস্থলে এসে গাড়ি তল্লাশী করে একটি দেশিয় অস্ত্র,ইয়াবা উদ্ধার করে এবং এর সাথে জরিত সন্ধেহে নাছিরের ভাইকে আটক করে।
।