শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে মাদক বিক্রেতাদের হামলায় গুরুত্তর আহত হয়েছেন বাবা ও দুই ছেলে। হামলাকারিরা তাদের মেরেও ক্ষেন্ত না হয়ে তারেরকে আটকে রেখে হাসপাতালে যেতে বাঁধা দেওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। এই ঘটনায় হামলাকারিদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সদর উপজেলা শাহমহম্মদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কেতুয়া গ্রামে গত শুক্রবার তারাবি নামাজের পর।
মাদক বিক্রেতাদের হামলায় আহত হয়ে বাবা আবদুল বারি পাটওয়ারী(৭৫)ও দুই ছেলে সাইদউজ্জামান (২৫),রবি উজ্জামান(১৬) বর্তমানে সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনার বিবরনে জানা যায়, শাহমহম্মদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মনিরুজ্জামান পাটওয়ারী এলাকার কিছু মাদক বিক্রেতাদের মাদক বিক্রি করতে বাঁধা দেয়। সেই ঘটনাকে কেন্দ্র করে গত ৭ মাস পূর্বে মাদক ব্যবসায়ীরা এক হয়ে মেম্বার মনিরুজ্জামান পাটওয়ারী মারধর করে তার ঘরবাড়ী ভেঙ্গে ফেলে। সেই ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দয়ের করে।
সেই ঘটনার জের ধরে শুক্রবার তারাবি নামাজ পরে বাবা আবদুল বারি পাটওয়ারী(৭৫)ও দুই ছেলে সাইদউজ্জামান ,রবি উজ্জামান বাড়ি যাওয়ার পথে হামলাকারি রুবেল তালুরদার, শরিফ তালুরদার,শাহিন ,সাদ্দাম গাজি, শফিক ওজি সহ বেশ কয়েকজন পূর্বে ওৎ পেতে থেকে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
তারা হামলা চালিয়ে বাবা আবদুল বারি পাটওয়ারী(৭৫)ও দুই ছেলে সাইদউজ্জামান ,রবি উজ্জামানকে বাড়িতে আটকে রাখে। পরে বারি পাটওয়ারীর ছেলে ৩ নং ওয়ার্ডের মেম্বার মনিরুজ্জামান পাটওয়ারী পুলিশকে খবর দিয়ে তার ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হামলারিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পরে তারা এলাকা ছেড়ে ঘা ডাকা দিয়ে রয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসি জানায়, আবদুল বারি পাটওয়ারী তিনি একজন শিক্ষক ছিলেন। অবশরে গিয়ে এখন বাড়িতে অবস্থান করেন। পূর্ব ঘটনার জের ধরে হামলাকারিরা শিক্ষক আবদুল বারি পাটওয়ারী ও তার দুই ছেলেকে মারধর করে ব্যাপক আহত করেছে।
এই ঘটনায় হামলাকারিদের বিরুদ্ধে এলাকার সকলে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।