শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড শীলনন্দিয়ায় মাদক বিক্রেতারা যুবককে পিটিয়ে আহত করে নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় মাদক বিক্রেতারা টাকা চেয়ে না পওয়ায় সুমন সরদার(২৫)কে পিটিয়ে অজ্ঞান করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। গুরুত্তর আহত অবস্থায় তাকে পথচারিরা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
জানা যায়, শীলনন্দিয়া গ্রামের মিজান সরদারের ছেলে ট্রাক চালক সুমন প্রতিদিনের ন্যায় রাতে ইট বিক্রির ২৮ হাজার টাকা নিয়ে আসার পথে মাদক বিক্রেতারা তাকে দেখে টাকা দাবি করে। এসময় মাদক বিক্রেতা ফয়সাল গাজী, রাজু গাজী, সোহাগ ছৈয়াল চালক সুমনকে ডেকে নিয়ে শীলনন্দিয়া সরকারী প্রাঃ বিদ্যালয় সংলগ্ন ইসমাইল খাঁনের বাড়ির সামনে রাতের আধাঁরে ট্রাক চালক সুমনকে পিটিয়ে আহত করে। তারা ছিনতাই করে তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। গত ৩ মাস পূর্বে ডিবির এএসআই আহসানুজ্জামান লাভু শীলনন্দিয়ায় অভিযান চালিয়ে গনি ছৈয়ালের ছেলে সোহাগকে ইয়াবাসহ আটক করে। গত ৩ দিন পূর্বে সে জেল থেকে বেরিয়ে এসে আবারো ছিনতাই ও মাদক বিক্রির সাথে জড়িয়ে পরে। পুলিশ আবারো অভিযান চালিয়ে তাদের এই চক্রকে আটক করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করলে এলাকা মাদক মুক্ত হবে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।