রফিকুল ইসলাম বাবু,
চাঁদপুরে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী অভিযান ও প্রচারণ মাস, জানুয়ারি-২০১৬ উপলক্ষ্যে মাদকবিরোধী প্রচার-পচারণার আনুষ্ঠানিক উদ্বোধন, র্যালী ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় শহরের ইলিশ চত্ত্বর থেকে জেলা প্রশাসকের আব্দুস সবুর মন্ডলের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চাঁদপুর সরকারি বিশ^বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. এএসএম দেওলয়ার হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক রূপক রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথর বক্তব্য রাখেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান প্রমুখ।