স্টাফ রিপোর্টার:চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড থেকে ৫৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শাহ্আলম (৩৮)কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে আটকের এই ঘটনা ঘটে।
জানা গেছে, শাহ্ আলম শহরের মুন্সি বাড়ী এলাকার আমিন মুন্সির বাড়ীতে ভাড়া বাসায় থাকেন। সে জেলার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের উভারামপুর গ্রামের আবুল কালাম মুন্সির ছেলে।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র উপ-পরিদর্শক (এসআই) মো. আহসানুজ্জামান জানান, আটক শাহ্ আলম দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের হয়েছে
