চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ রায়হানুল ইসলাম রাব্বি নামে মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৮মার্চ) সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ভুঁইয়া বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ৭৫ হাজার টাকা।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর, এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর থানাধীন লক্ষীপুর গ্রামের ভূঁইয়া বাড়িস্ত এক নম্বর আসামি বসতঘর তল্লাশি করে আসামি নুর মোহাম্মদ ভুইয়া (২৮),পলাতক,পিতা- মৃত আলী হোসেন ভূঁইয়া, মাতা- সাজেদা বেগম এবং মোহাম্মদ রায়হানুল ইসলাম রাব্বি (২৩),গ্রেফতার, পিতা-মৃত মনির হোসেন সরদার মাতা-নাজমা বেগমকে দেহ ও বসতবাড়ি তল্লাশি করে যথাক্রমে ১০০+৫০=১৫০ পিস ইয়াবাসহ ২নং আসামিকে গ্রেপ্তার করা হয়।
এক নম্বর আসামি রেইডিং টিমের সদস্যদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আই,২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/