চাঁদপুর : চাঁদপুর মডেল থানার পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে মঙ্গলবার (৯মার্চ) রাতে শহরের মাদ্রাসারোড এলাকা থেকে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবুল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারের পর আসামীকে চাঁদপুর মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।
সে শহরের উত্তর শ্রীরামদী মাদ্রাসা রোড এলাকার মো: শাহজাহান হাওলাদারের ছেলে। শাহজাহান ২০১৮ সালের মাদক মামলা জিআর-৩৬১/১৮ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামী। আদালত তাকে সাজা প্রদানকালে সে অনুপস্থিত ছিল বলে আদালত সূত্রে জানা যায়। মামলার রায়ের পর থেকে আসামী আবুল হোসেন দেশের বিভিন্নস্থানে পালিয়ে বেড়ায়।
সে মঙ্গলবার তার পরিবারের সাথে দেখা করতে আসলে পুলিশ দীর্ঘ দিন চেস্টার পর গতকাল মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করতে পেরেছে।
এ মামলার অভিযানে নেতৃত্ব দেন,চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক মো: রাশেদুজ্জামান। তাকে সহযোগীতা করেন, সহকারী উপ-পরিদর্শক মো: আবু হানিফসহ মোবাইল পাটির পুলিশ সদস্যরা। বুধবার পুলিশ তাকে আদালতে পাঠাবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/