মিজানুর রহমান রানা
চাঁদপুরে ভয়াল মাদকের হিংস্র থাবা কেড়ে নিলো আরো একটি তাজা প্রাণ। বাগাদি ইউনিয়নের সোবানপুরে মাদেকের হাত থেকে বাচঁতে রাসেল মিজি নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার রাতে চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের সোবানপুর গ্রামের মিজি বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেমবার সকালে চাঁদপুর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
বাগাদি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান জানান, সোবানপুর মিজি বাড়ির মাসুদ মিজির পুত্র রাসেল মিজি বেশ কিছুদিন যাবত মাদক সেবনের সাথে জড়িয়ে পড়ে। সে বাবা মায়ের অগোচরে গ্রামের বিভিন্ন স্থানে বসে এলাকার যুবকদের সাথে গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করতো এবং পরবর্তীতে সে প্রায় প্রকাশ্যই মাদক সেবন করতে থাকে। বিষয়টি বাবা মা যানতে পারলে তাকে বুঝঝানোর চেষ্ঠা করেও ব্যথর্ হয়। গত ১৯ আগস্ট রোববার তার বাবা মাসুদ মিজি তাকে বাধ্য হয়ে গালমন্দ করে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সবার অগোচরে রাসেল আনুমানিক ১১টার দিকে বাড়ির পাশের পুকুর ঘাটের একটি গাছে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাতে পুকুরের মাছ পাহারা দিতে গিয়ে তার তার চাচা গাছের ডালে ঝুলন্ত লাস দেখতে পায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে সকালে পুলিশ এসে লাসটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।