স্টাফ রিপোর্টার ॥
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, চাঁদপুরের মানুষ শিক্ষা বান্ধব। তা আমি আমার অভিজ্ঞতা থেকে জানি। কারণ আমি দীর্ঘ আড়াই বছর জেলার হাজীগঞ্জ উপজেলায় কর্মরত ছিলাম। নকল মুক্ত করতে আমি তখন চাঁদপুরে আন্দোলন করেছি। চাঁদপুরের অভিভাবকগণ পরীক্ষা কেন্দ্রে এসে হল পাহারা দিতে দেখেছি। যা দেশের অন্য জেলায় লক্ষ্য করা যায়নি। তিনি গতকাল সোমবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই, কারণ বর্তমান চাঁদপুরের জেলা প্রশাসকের নেতৃত্বে অল্প সময়ে শিা প্রতিষ্ঠানগুলোর ব্যাপক অগ্রগতি হয়েছে। চাঁদপুরের জেলা প্রশাসক আমার আওতাধীন অন্য জেলা থেকে শিক্ষা ক্ষেত্রে অনেক আগ্রহী এবং অগ্রগতি লাভ করেছে। খুব শীঘ্রই জেলার সকল শি প্রতিষ্ঠানে ডিজিটাল কাশ রুম চালু করা হবে। এজন্য কোন প্রতিষ্ঠানে শিক্ষক শূন্যতা থাকলে তা পুরণ করার ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকরা যদি শিক্ষাকে না রক্ষা করতে পারেন, তাহলে এই শিক্ষাকে বাঁচানো যাবে না। প্রযুক্তির ব্যবহার যেমনি দরকার, তেমনি নৈতিক শিক্ষা গ্রহনও প্রয়োজন। ভিশন ২০২১ বাস্তবায়নের মাধ্যমে শুধু মধ্যম আয়ের দেশ নয়, পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও অগ্রগতি আনতে হবে। আপনাদের সমস্যাগুলো আমি জানলাম। এসব কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধান করার চেষ্টা করবো। তাহলেই আমার এই সরকারি সফর স্বার্থক হবে। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমির জাফর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন। উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান, ফরিদগঞ্জ এআর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম কাজল, মতলবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন খান, মাওলানা আব্দুল কাদের, আনম মুহিব উল্যাহ, মো. আমিনুল ইসলাম, আঃ রহমান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নূরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ আলম সিদ্দিকী, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।