চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পূর্ব রামদাসদী কলোনী ঢালী বাড়িতে ৭ মাসের অন্তসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় গুঞ্জন ছরিয়ে পড়েছে। এ ঘটনায় গৃহবধুর বাবা জলিল গাজী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। রবিবার সন্ধ্যা ৭টায় লিজা বেগম (১৯) লাশ তার শ্বশুর বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। নিহত লিজা বেগমকে হত্যার করা হয়েছে এ খবর শুনে তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে শ্বশুর বাড়িতে এসে ব্যাপক ভাংচুর করে। অন্তসত্ত্বা গৃহবধু লিজা বেগম হত্যা না আত্যাহত্যা করেছে এ নিয়ে এলাকায় গুঞ্জন শুনা যাচ্ছে। সরেজমিনে গিয়ে জানা যায়, ২০১৪ সালের ৮ জুলাই ঢালীর ঘাট জলিল গাজীর মেয়ে লিজা বেগমের সাথে পূর্ব রামদাসদী কলোনী ঢালী বাড়ি মুনাফ ঢালীর ছেলে শরিফ ঢালীর সাথে বিবাহ হয়। বিয়ের কিছু দিন পর শরিফ ঢালীর ডুবাই চলে যায়। বিদেশে থাকাবস্থায় বেশ কয়েকবার লিজা বেগমের সাথে ভাগবিতন্ড সৃষ্টি হয়েছে। ঘটনার দিন বিকেলে লিজা তার শরিফ ঢালীর সাথে মোবাইল ফোনে ঝগড়া হলে সে তার মাকে ফোন করে ঘটনাটি জানায়। সন্ধা ৭টায় লিজা নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দরজা আটকানো থাকায় টিন কেটে ভিতের প্রবেশ করে তাকে বাঁচানোর চেষ্টা চালায় বাড়ির লোকজন। এ ঘটনা জানা জানি হলে নিহত লিজা বেগমের স্বজনরা ক্ষিপ্ত হয়ে শ্বশুর বাড়িতে এসে ব্যাপক ভাংচুর করে। এর পর পরই শ্বশুর বাড়ির লোকজন বাড়ি ছেড়ে চলে যায়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ ও এসআই প্রদীফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করার পর তাকে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার জানান, ময়না তদন্ত ও পোস্টমর্টম রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। তবে এটা হত্যা না আত্বহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শিরোনাম:
শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ৯ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।