মিজানুর রহমান রানা /শরীফুল ইসলাম
চাঁদপুরে মায়ের কোল থেকে ছিনতাই হওয়া নাহিমা নামের এক মাস বয়সী একটি মেয়ে শিশুকে ডাস্টবিন থেকে উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গতকাল শনিবার দুপুরে শহরের পোস্ট অফিস সংলগ্ন টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে ডাস্টবিনের পাশে ওই শিশুটিকে জীবিত পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ওই সময় শিশু বাচ্চা কুড়িয়ে পাওয়ার খবর পেয়ে দু’জন মহিলা বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য থানায় এসে বিভিন্নভাবে তদ্বির চালায়। এ নিয়ে থানা এলাকায় বেশ সরগরম হয়ে ওঠে। এক পর্যায়ে শিশুর প্রকৃত মা-বাবা খবর পেয়ে পাগলের মতো থানায় ছুটে এসে বাচ্চাটিকে কোলে নিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। পরে শিশু নাহিমার বাবা মো. ইসমাইল হোসেন জানান, আমি ও আমার স্ত্রী জেসমিন বেগম শিশু নাহিমাকে নিয়ে মাতৃমঙ্গল হাসপাতালে ডাক্তার দেখিয়ে যাবার পথে কালীবাড়ি এলাকা সিএনজি রেখে আমি মার্কেটের ভেতর গেলে এ সময় সিএনজি ড্রাইভার আমার স্ত্রী ও শিশুকে নিয়ে দ্রুত গাড়ি চালিয়ে চলে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার রামপুর এলাকায় চলে যায়। সেখানে গিয়ে আমার স্ত্রীর স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা ছিনতাই করে তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে শিশুটিকে নিয়ে সে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আমার স্ত্রীকে উদ্ধার করে আমার ভায়রা চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাহি মসজিদের ইমাম সাহেবের বাড়িতে পৌঁছে দেন। পরে বিষয়টি তিনি আমাকে ফোন করে জানালে আমি রামপুর এলাকায় যাবার প্রস্তুতিকালে টিভি স্ক্রলে বিষয়টি দেখতে পেয়ে আমি থানায় চলে আসি।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, স্থানীয় আব্দুল বারেক ও নাসিমা বেগম শিশুটিকে ডাস্টবিনে দেখতে পেয়ে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি বলেন, “শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রাখি। পরে মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে আমরা তার প্রকৃত অভিভাবক পেয়ে আমরা তাদের হাতে শিশুটিকে তুলে দিতে সম হয়েছি।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।