প্রতিনিধি
চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় নান্নু পাটোয়ারী নামের এক মুক্তিযোদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাস রোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। আজ মঙ্গলবার দুপুরে নিহতের বসতঘর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ কিংবা নিহতের স্বজনরা। ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটায়।
নিহতের বড় ভাই মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী জানান, কে বা কারা নান্নুকে হত্যা করেছে তারা কিছুই জানেন না। তিনি আরো জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে তিনি ঢাকা থেকে ছুটে যান।
নিহতের ভাগ্নি জামাই চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী জানান, হানিফ পাটোয়ারী একজন নিরীহ মানুষ ছিলেন। তার কোনো শত্রু ছিল না।
স্থানীয়রা জানায়, মুক্তিযোদ্ধা নান্নু পাটোয়ারী অবিবাহিত ছিলেন। তাকে দেখাশোনার জন্য একটি শিশু তার সঙ্গে থাকলেও ঘটনার পর থেকে ওই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, কয়েক দিন আগে মুক্তিযোদ্ধা নান্নু পাটোয়ারী তার পৈত্রিক জমি বিক্রি করেন। জমি বিক্রির টাকা নিতে হয়তো কোনো পক্ষ এ ঘটনা ঘটাতে পারে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।
শিরোনাম:
রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।