রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরে মেঘনা মোহনায় জাটকা আহরন কালে ৭ জেলেকে আটক করা হয়েছে। চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবুল হোসেন, ইনচার্জ আব্দুল হাই ও ইব্রাহীমপুর পুলিশ ফাড়ির এ এসআই কামরুল হাসান সঙ্গিয় ফোর্স নিয়ে আজ সকাল থেকে দুপুরে পর্যন্ত মেঘনা মোহনার ইব্রাহীমপুর ও লালবয়া নামক স্থানে অভিযান চালিয়ে জাটকা আহরন কালে এ জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেরা হলো চাঁদপুর সদর উপজেলার হানার চর এলাকার মঙ্গল খার ছেলে মো: রফিক (৩৫), মৃত কুদ্দুছ বেপারীর ছেলে আলমগীর বেপারী,পশ্চিম শ্রীরামদী এলাকার মৃত আকিব উদ্দীনের ছেলে তাজুল ইসলাম ছৈয়াল (৪৫), দোকানঘর এলাকার আব্দুস ছাত্তার মিজির ছেলে ইব্রাহিম মিজি (৩৫), শহিদ (২২) ও ইদ্রিস (৩২) ও দক্ষিন তারাবুনিয়া সখিপুর এলাকার মৃত খোরশেদ সরকারের ছেলে মো: শাহজাহান (২৫)। জাতীয় সম্পদ ইলিশ রক্ষা, জাটকা সংরক্ষন ও নদি পথে সকল ধরনের অবৈধ কার্যকলাম রোধে চাঁদপুর নৌ পুলিশ ও ইব্রাহীমপুর পুলিশ ফাঁিড়র অভিযান অব্যাহত থাকবে বলে জানাযায়।