ফাহিম কৌশিক খান
প্রবল বর্ষনে মাটি সরে যাওয়ায় চাঁদপুরের মেহের এলাকায় রেললাইনে বিদ্যুতের চালু তারসহ পিলার ভেঙ্গে পড়ার পরই পথচারীরা দেখে সতর্কবার্তা প্রেরণ করায় চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে চলাচল কারী মেঘনা এক্সপ্রেসের ৫ শতাধিক যাত্রী প্রাণ রক্ষা পেয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মেহের নামক স্থানে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন, মেঘনা এক্সপ্রেসের পরিচালক মোঃ সফিউদ্দিন ও ড্রাইভার আলী আহমেদ।
জানা যায়, চাঁদপুর থেকে আন্তঃ নগর মেঘনা একপ্রেস ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় রোববার ভোর ৫টায়। ট্রেনটি চাঁদপুর-লাকসাম রেলপথের মেহের নামক স্থানে সকাল সাড়ে ৬টায় পৌছার পূর্বে রেল লাইনে বিদ্যুৎ চালু অবস্থায় পিলার ভেঙ্গে পড়ে। রেল লাইনটি ঐ সময় বিদ্যুৎ তাড়িত হয়ে পড়ে। তাৎক্ষনিক এলাকাবাসী ও পথচারীরা জানতে পেরে ঘটনাস্থলের প্রায় ১ কি.মি দূরে ট্রেনটি থামিয়ে ফেলে। এসময় ট্রেনে থাকা এক টেলিভিশনের সাংবাদিক ঘটনাটি এ রেল পথে দায়িত্বে থাকা কর্মকর্তা লিয়াকত আলী মজুমদারকে জানালে তার কার্যালয়ের লোকজন ও এলাকাবাসীর সহায়তায় প্রায় ২ঘন্টা পর রেল পথ থেকে বিদ্যুতের পিলার সরিয়ে ফেলে। এবার ট্রেনটি যাত্রী নিয়ে মেহের নামক স্থান থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। মেঘনা এক্সপ্রেস ট্রেনের ৫ শতাধিক যাত্রী প্রাণে রক্ষা পায়।
শিরোনাম:
রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।