রফিকুল ইসলাম বাবু। চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন চর থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার অভিযোগে মাটিভর্তি ৫টি ট্রলার জব্দ করেছে বিআইডব্লিউটিএ। এ সময় ট্রলারগুলোতে থাকা ৩শ’ শ্রমিককে আটক করা হয়। বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার জাহাজমারা ও লগ্গিমারা চর এলাকায় নৌ পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়। বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, সরকারের আইন ভঙ্গ করে এবং কোন অনুমতি না নিয়েই ট্রলারযোগে চরের মাটি নিয়ে যাচ্ছে একশ্রেণীর লোক। এমন পরিস্থিতিতে বুধবার ৪ ঘন্টা টানা অভিযান চালিয়ে মাটিভর্তি ৫টি ট্রলার জব্দ করা হয়। এর সঙ্গে জড়িত প্রায় ৩শ’ শ্রমিকে আটক করা হয়। তিনি জানান, জব্দকৃত ট্রলার ও আটক শ্রমিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মুন্সীগঞ্জ ও রাজধানীর আশপাশের বিভিন্ন ভাটায় ইট তৈরির জন্য চাঁদপুরের মেঘনার বিভিন্ন চর থেকে এসব মাটি নিয়ে যাওয়া হয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।