রফিকুল ইসলাম বাবু,।
চাঁদপুরে মেঘনা নদীতে দু’টি লঞ্চে অভিযান চালিয়ে ৫ লাখ ৬ হাজার ৮শ’ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার রাতে ‘এমভি কর্ণফুলী-১’ ও ‘এমভি স¤্রাট-২’ নামের লঞ্চে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল মঙ্গলবার ডাকাতিয়া নদীতীরে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে নেতৃত্বে ছিলেন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ। কোস্টগার্ড জানায়, জব্দকৃত জালের মূল্য ১ কোটি ১ লাখ ৩৬ হাজার টাকা। অভিযানকালে কেউ আটক হয়নি। কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে।