স্টাফ রিপোর্টার:।
চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত হয়েছে । জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় চাঁদপুর বাসষ্টেশনে থেকে একটি বিরাট র্যালী বের হয়ে সারা শহর প্রদক্ষিন করে এক আলোচনা সভা অনুষ্টিত হয়, এ সভার সভাপতিত্ব করেন জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার সামছুনাহার এছাড়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নাইম পাটোয়ারী দুলাল,শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মুন্সি,শাহির পাটোয়ারী ও সোহেবুর রহমান প্রমূখ।
এ উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া বিভিন্ন স্থানে শ্রমিক সংগঠন র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।