চাঁদপুরে মোটরসাইকেল আরোহি দুই ছিনতাইকারী এরা কারা !
সহকারি পুলিশ সুপার কার্যালয়ের সামনে অস্ত্র ঠেকিয়ে মহিলার সর্বস্ব ছিনতাই
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের বেশ কিছু জায়গায় প্রকাশ্য দিবালকে মোটরসাইকেল নিয়ে দুই ছিনতাইকারি মহিলা ও শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে নগদটাকা ও স্বর্নঅলংকার ছিনতাই করে নেওয়ার ঘটনা ঘটিয়েছে। সম্প্রতি শহরে বেশ কিছুদিন যাবত এই ছিনতাইকারি চক্রটি কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটানোর পরেও পুলিশের অভিযানে তাদেরকে আটক করতে না পারায় জনমনে আতংঙ্ক বিরাজ করছে। এই ছিনতাইকারিদের টারগেট শুধু সকাল ৮ টা থেকে সাড়ে ১০ টা মধ্যে শিশুদের স্কুলে নিয়ে যাওয়া সময় মহিলা অভিবাবকদের কাছ থেকে ছিনতাই করা। তেমনি গত মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর শহরের মেথা রোডে সহকারি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আল-আমিন স্কুল এন্ড কলেজের গেইটে মোটরসাইকেল নিয়ে এসে এক মহিলা অভিভাবকের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্নঅলংকার ছিনিয়ে নিয়ে যায়। এসময় মহিলাটি দিশেহারা হয়ে মাটিতে লুটে পরে।
জানা যায়, চাঁদপুর প্রেস ক্লাবের সামনে ও চিত্রলেখা আদশ্য মুছলিম পাড়ার গলিতে সকাল সাড়ে ৮ টায় শিশুদের স্কুলে নিয়ে যাওয়ার সময় ২ মহিলাকে গলায় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট করে নেয়। একটি নীল রংগের মোটরসাইকেল নিয়ে দুই ছিনতাইকারি তাদের টারগেট করে পিছন থেকে এসে এই ঘটনা ঘটায়। এসময় তারা পালানোর সময় চাঁদপুর ক্লাবের সামনে ও চিত্রলেখা কম্পিউটার বাজারের সামনে সিসি ক্যেমেরা থেকে ভিডিও ফুটেছ ও ছবি সংগ্রহ করে পুলিশ। এই দুই ছিনতাইকারিকে আটক করতে পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশ্যে বেশ কয়েকদিন যাবত মডেল থানা ও ডিবি পুলিশ শহরের অভিযান চালিয়ে শতাধীক মোটরসাইকেল আটক করেছে। এতো অভিযানের পরেও মূল হোতা ছিনতাইকারিকে আটক করতে না পারায় শহরে দিনের পর দিন ছিনতাই করে যাচ্ছে ঐ মোটরসাইকেল আরোহি দুই ছিনতাইকারি। পুলিশ বিভিন্ন জায়গায়
সোর্সের মাধ্যমে তাদের নাম পরিচয় সংগ্রহ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। মঙ্গলবার সকালে পুরানবাজারের চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মজিবুর রহমান মজু বেপারির ছেলে মাসুদ বেপারির স্ত্রী ফাতেমা আক্তার তুহিন তার শিশু রাহাত হোসেনকে আল-আমিন স্কুলের ক্লাস রুমে ডুকিয়ে দিয়ে বাহিরে এসে অবস্থান করে। শিশুর মা তুহিন পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আল-আমিন স্কুল এন্ড কলেজের গেইটে দাঁড়ালে নীল রংগের মোটরসাইকেল নিয়ে দুই ছিনতাইকারি এসে তার গলায় দেশিয় অস্ত্র ঠেকায়। এসময় তার ব্যাগে থাকা নগদ ১৫ টাকা, গলা ও কানের স্বর্নঅলংকার ছিনতাই করে পালিয়ে যায়। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার তার কার্যালয়ের গেইটে এসে আল-আমিন স্কুলের সামনে গিয়ে অভিভাবক মহিলার সাথে কথা বলে খোজ খবর নেয়।
একই কায়দায় ১৪ জুলাই সকাল সাড়ে ৯ টায় ট্রাকঘাট ম্যাছ ফ্যাক্টরি গলিতে এই ২ জন ছিনতাইকারিরা মোটরসাইকেলে এসে মাছুদুর রহমানের স্ত্রী রাজিয়া বেগমের শিশুর গলায় ছুরি ঠেকিয়ে গলা ও কানের স্বর্নঅলংকার ছিনতাই করে পালিয়ে যায়। র্এই ঘটনায় রাজিয়া বেগম বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, শহরের ২ জন ছিনতাইকারিরা মোটরসাইকেলে এসে মহিলাদের গলায় অস্ত্র ঠেকিয়ে বেশ কয়েকটি ছিনতাই করেছে। তাদের ভিডিও ফুটেছ সংগ্রহ করিছি। তারা ২ জন ছিনতাইকারি মোটরসাইকেল নিয়ে এই ছিনতাই করে যাচ্ছে। ইতি মধ্যে তাদের আটক করতে পুলিশ অভিযান অভ্যাহত রেখেছে।