স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে গত কয়েক মাস ধরে মোটর সাইকেল চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। একটি সূত্র থেকে জানা যায়, মতলব উত্তর, মঠখোলা ওয়াপদা গেইট ও নোয়াখালী জেলার যেসব মোটরসাইকেল চোর চক্রের সদস্য রয়েছে, তারা সবাই চাঁদপুরে আটক হওয়ার পর জামিন নিয়ে বর্তমানে জেল হাজতের বাইরে রয়েছে। এই চক্রের সদস্য মঠখোলা ওয়াপদা গেইট এলাকার সুমন, মতলব উত্তরের মাসুদ বর্তমানে জামিনে থাকায় অনেকেই মনে করছেন, চাঁদপুর শহরে এদের নেতৃত্বে মোটরসাইকেল চোর চক্রটি সক্রিয় হয়ে উঠেছে।
গত ২৪ জুন রাতে চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি এমএ লতিফ ব্যক্তিগত কাজ সেরে তার ব্যবহৃত পালসার নামের (চাঁদপুর-ল ১১-০০৫৩) গাড়িটি কোড়ালিয়া রোডস্থ নিজ বাসায় নিয়ে রাখে। রাত ১টার পর থেকেই যে কোনো সময় মোটরসাইকেলটির হাইড্রোলিক তালা ভেঙ্গে মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা সুকৌশলে বাসার মেইন গেইট না খুলে অন্য একটি পথ দিয়ে নিয়ে যায়। এমএ লতিফ জানান, সকালে ঘুম থেকে উঠে তার সন্তানকে স্কুলে নিয়ে আসার জন্য মোটরসাইকেল আনতে গেলে তার গাড়িটি দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। পরে মোটরসাইকেল চুরির বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।