প্রেমের টানে প্রেমিককে নিয়ে ঘর ছারা
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা ॥ লম্পট আটক
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের কেবিনের ভিতর ডুকিয়ে স্কুল ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষনের চেষ্টা করার ঘটনায় লম্পট আল-আমিন(২২) নামে যুবককে আটক করেছে নৌ-পুলিশ। সোমবার বিকেলে চাঁদপুর মৌয়ূর-২ লঞ্চ থেকে লঞ্চের যাত্রীরা তাকে আটক করে নৌ-পুলিশের হাতে তুলে দেয়।
জানা যায়, নারায়নগঞ্জ ভোলাইল এলাকার ভারাটিয়া দুলাল শরিফের মেয়ে নারায়নগঞ্জ ঘরগার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর সাথে গত ২ বছর পূর্বে বিসিক জের্মছ র্গারমেন্স এর কর্মচারি আল-আমিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর পূর্বে আল-আমিন তার প্রেমিকাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। প্রেমিক আল-আমিন তার নিজের টাকায় একটি মোবাইল কিনে প্রেমিকা স্কুল ছাত্রীকে দেয়। স্কুল ছাত্রী সেই মোবাইল দিয়ে অভি নামে এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এই খবর আল-আমিন জানতে পেরে সোমবার সকালে কৌশলে স্কুল ছাত্রীকে ঘুরার নামে আসতে বলে। স্কুল ছাত্রী স্কুলে যাবার নামে ঘর থেকে বেড়িয়ে এসে প্রেমিক আল-আমিনের সাথে চলে আসে। পরে প্রেমিক আল-আমিন স্কুল ছাত্রীকে নিয়ে বাস যোগে ঢাকা সদরঘাট এসে চাঁদপুরের মৈয়ূর-২ লঞ্চ উঠে দ্বিতীয় তলা ২০৪ নাম্বার কেবিন ভাড়া নেয়। প্রেমিকা স্কুল ছাত্রী আরেক যুবকের সাথে প্রেম করার খবর পেয়ে আল-আমিন ক্ষিপ্ত হয়ে কেবিনের ভিতর স্কুল ছাত্রীকে মরার ভয় দেখিয়ে ধর্ষন করার চেষ্টা করে। সে তার কথা না সুনায় প্রেমিক আল-আমিন ব্লেট দিয়ে স্কুল ছাত্রীকে মারার হুমকি দিলে সে চিৎকার করতে থাকে। পরে পাশের কেবিনের যাত্রী শুনতে পেরে লম্পট যুবক আটক করে নৌ-পুলিশকে খবর দেয়। লঞ্চ চাঁদপুর ঘাটে আসার পর নৌ পুলিশ স্কুল ছাত্রীর বাবা দুলাল শরীফ মেয়েকে নেবার জন্য চাঁদপুর আসে।দুলাল শরীফ জানায়,তার মেয়ে নারায়নগঞ্জ ঘরগার বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। সকালে স্কুলে যাবার কথা বলে ঘর থেকে বেড়িয়ে আসার পর তাকে পাওয়া যায়না। পরে নৌ-পুলিশ খবর দেওয়ার পর ঘটনাটি জানতে পেরেছি।