স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের নৌ-টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট যাত্রীবাহী লঞ্চ এম.ভি কোকো-৫ ও এম.ভি জাহিদ-৩ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল, ৪ কেজি গাঁজা ২’শ মণ জাটকা উদ্ধার করে। এ সময় জাহাজের কেবিনে থাকা পাচার চক্রের সদস্য বাদশা সিকদার (৩৮) কে আটক করে।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামাল মোঃ রাশেদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত অভিযান হিসেবে মেঘনা নদীর, মাদ্রাসা রোড বিকল্প নৌ-টার্মিনালে অভিযান চালায়। এ সময় ঢাকা-রাঙাবালীর মধ্যে চলাচলকারী জাহিদ-৩ ও কোকা-৫ লঞ্চে অভিযানকালে লঞ্চের কেবিনে থাকা পটুয়াখালী জেলার রাঙাবালি এলাকার মোজিনিবকান্দা এলাকার সামছুল হক সিকদারের ছেলে বাদশা সিকদারকে একটি কেবিল থেকে আটক করে। ঐ কেবিনে থাকা ৪ কেজি গাঁজা জব্দ করে। তার স্বীকারোক্তি মোতাবেক লঞ্চের নিচে বস্তায় ভর্তি থাকা ২০ হাজার মিটার কারেন্ট জাল ও জব্দ করা হয়। এছাড়া এম.ভি জাহিদ-৩ লঞ্চে অভিযান চালিয়ে ড্রামে ভর্তি করে জাটকা পাচারকালে ১৫টি ড্রামে থাকা প্রায় ২’শ মণ জাটকা জব্দ করা হয়। নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, জাটকাগুলো এতিম ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং কারেন্ট জালগুলি পুড়িয়ে ফেলা হয়। ৪ কেজি গাঁজাসহ বাদশা সিকদারকে চাঁদপুর মডেল থানায় প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মোশাররফ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।