স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে যাত্রীবাহি গন পরিবহন থেকে ইয়াবা সহ এক যুবককে আটক করেছ্ েএ ব্যাপারে শাহারাস্তি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মামুনুর রশিদ সরকার গতকাল ২ অক্টোবর সকাল থেকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের শাহারাস্তি উপজেলার বানিয়াচো মৃধা বাড়ীর সামনে চেক পোষ্ট বসান । সকাল পৌনে ১২ টায় বোগদাদ ট্রান্সপোর্টের যাত্রীবাহি একটি গন পরিবহনে তল্লাশী চালিয়ে ফরিদগঞ্জ উপজেলার ফকির বাজার সংলগ্ন মানুরী গ্রামের বেপরী বাড়ীর মৃত আব্দুল কাদির বেপারীর ছেলে আবুল কালাম আজাদ বেপারী (৩৫) কে দেড় শতাধিক নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট (চম্পাকলি) সহ আটক করে। আটক আবুল কালাম আজাদ জানায় এসব ইয়াবা সে কুমিল্লার বরুরা থানার লক্ষিপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মোঃ ওমর আলী ওরফে বাবা ওমরের কাছ থেকে সংগ্রহ করে, নিজ এলাকা ফকির বাজারে বিক্রী করার জন্য নিয়ে আসছিলো। মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ সরকার জানায় এ মাদক মামলায় ওমর আলী (বাবা ওমরকে) আসামি করা হয়েছে। ওমরের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় বেশ কিছু মাদকের মামলা রয়েছে।