স্টাফ রিপোর্টার: চাঁদপুরে বিজিবির গুলিতে যুবদলকর্মী ফারুক পাটওয়ারী নিহতের ঘটনায় ১৮দলীয় জোট বৃহস্পতিবার ৮ঘন্টা হরতালে আহবান করেছে। বুধববার রাত ৮টায় জেলা বিএনপির কার্যালয়ে ১৮দলীয় জোটের এক সাংবাদিক সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান সফিকুজ্জামান এ হরতালের ঘোষণা দেন।
তিনি বক্তব্যে বলেন, বিনা উস্কানিতে যৌথবাহিনী গুলি চালিয়ে যুবদল কর্মী ফারুককে হত্যা করা হয়েছে। তারা এ হত্যাকান্ডের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান। তারা আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার বহাল না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না। যত রক্ত শেখ হাসিনা চায় তা দিতে আমরা প্রস্তুত আছি। গুলি চালিয়ে হত্যা করে ১৮দলীয় জোটের নেতা-কর্মীদের দমন করা যাবে না। তারা বলেন আর গুলি চালাবেন না। গুলি চালালেও বিএনপির কর্মীরা রাজপথ ছাড়বে না।
আরো বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি ও জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা জামায়াতের সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজী, শহর জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আরিফ উল্যাহসহ ১৮দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতা-কর্মী। সংবাদ সম্মেলন পর পরই হরতালের সমর্থনে ১৮দলীয় জোটের নেতা-কর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।