চাঁদপুর : চাঁদপুর শহরের পুরাণ বাজার ১নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে। শনিবার দুপুর ১২টায় পুরাণ বাজার নিতাইগঞ্জ অনুপম মিলনায়তনে ওয়ার্ড যুবদলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওয়ার্ড কমিটি ঘোষণার জন্য জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন দাঁড়ালে ওই সময় পদ বঞ্চিত নেতা-কর্মীরা প্রতিবাদ জানিয়ে চেয়ার ভাংচুর শুরু করে।
পরে সংঘর্ষ বাহিরে ছড়িয়ে পড়ে এবং দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর আহত হযরত আলী (২৫) কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় স্থানীয় যুবদলের দু’গ্রুপ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া করে। সংঘর্ষের সময় বৃষ্টির মত ইট নিক্ষেপ করা হয়। এতে অনেকের বসতঘর ও দোকানপাট ক্ষতিগ্রহস্থ হয়। চাঁদপুর মডেল থানা ও পুরাণ বাজার ফাঁড়ি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।