অভিজিত রায় ॥ চাঁদপুরে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে ও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে র্যালিটি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষ দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার আজ ওঠে পড়ে লেগেছে। সরকারের এ চিন্তা কখনো সফল হবে না। কারন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিতথা সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথ ছেড়ে দেয়নি। সকলকে চোখ কান খোলা রাখতে হবে বিএনপির বিরুদ্ধে গভীর ষরযন্ত্র চলছে। বিগত দিনে যেভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আন্দোলন সংগ্রামে রাজপথে ঝাপিয়ে পড়েছিলেন ঠিক তেমনি আবারও যে কোন মুহুর্তে ডাক আসতে পারে। অতন্দ্র পহরীর মতো সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অবিলম্বে সুস্থ হয়ে যেন দেশে ফিরতে পারে সে জন্য সকলে দোয়া করবেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন সাগর, শহর যুবদলের আহাবয়ক আব্দুল কাদের বেপারী, শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক সোহেল খান, মতলব উত্তর উপজেলার যুবদলের আহবায়ক মনজুর আলম স্বপন, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, হাইমচর উপজেলা যুবদলের আহবায়ক আজিজুল হক বাবুল, ফরিদগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মহসিন মোল্লা প্রমূখ।
শিরোনাম:
শনিবার , ২৮ মে, ২০২২ খ্রিষ্টাব্দ , ১৪ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।