বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। ১১নভেম্বর চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। একই সময় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান। বিকাল ৪টায় চাঁদপুর জেলা যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া বলেন, বাংলাদেশের যুবশক্তিকে যুগোপযোগী ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভিশন ২০৪১ সফল করার প্রধান শক্তি হিসাবে গড়ে তুলতে যুবলীগের বর্তমান নেতৃত্ব মেধা ও মননের চর্চা অব্যাহত রেখেছে। এই প্রক্রিয়ার অংশ হিসাবে যুবলীগ ইতোমধ্যে মাঠ পর্যায়ে কাজ করেছে।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অমিত তেজ যুব শক্তির উন্মেষ ঘটেছিল, স্বাধীনতা উত্তর বাংলাদেশে একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় সেই যুব শক্তিকে সম্পৃক্ত করার লক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান এ সংগঠনের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ পুনর্গঠনসহ ইতিহাস অর্পিত সকল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে আসছে যুবলীগ।
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মানে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ঝন্টু দাসের পরিচালানায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মুকুবল হোসেন মিয়াজী, শহর যুবলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান বজু মোল্লা, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ভূইয়া প্রমূখ।
এমসয় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য মাইনুল হায়দার চৌধুরী, অরুপ কর্মকার, গাজী আব্দুল গণি, শহর যুবলীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হোসেন ছৈয়াল, গবেষনা ও তথ্য বিষয়ক সম্পাদক অলি উল্লাহ পলাশ, বাগাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন নান্নু, সাধারণ সম্পাদক মুজ্জম্মেল হোসেন রুবেল, শহর যুবলীগের সদস্য জাহাঙ্গীর প্রধানিয়া, আজমির, সুমনুজ্জামান, সুমন কাজী, মো. মিলন হাজী প্রমূখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি ও চাঁদপুর জেলা আওয়ামী সভাপতি মরহুম জাকারিয়া চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।