রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুর সদরের পৌর এলাকায়মৎস্য খামারীর উপর মাদকসেবীদের হামলার ঘটনা ঘটেছে। মৎস্য খামার এলাকায় মাদকসেবনে বাঁধা দেওয়ায় এ হামলার ঘটনা ঘটে।
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানাযায়, চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের রঘুনাথপুর মুজিবুর রহমান মোক্তার খান বাড়ি এলাকায় মৎস্য খামারে মাদকসেবীদের উৎপাত দিন দিন বেড়েই চলছে। মাদকসেবী ও বখাটেদের উৎপাতে একাবাসী অতিষ্ট।মাদক সেবনে বাঁধা দেওয়ায় ২ জানুয়ারি দুপুরে চিহ্নিত মাদকসেবীরা একত্রিত হয়ে সাকিব মৎস্য খামারের মালিক মৎস্য খামারী মুহাম্মদ মাহামুদ ইসলামের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে উপর হামলা করে গুরুতর আহত করে। হামলকারীরা খামারের অফিস ঘরেরও ব্যাপক ক্ষতি সাধন করে।এলাকাবাসীরা বলেন, এ সকল মাদকসেবী ও বখাটের উৎপাতে আমরা অতিষ্ট হয়ে পড়েছি। এরা প্রতিদিন বিভিন্ন সময়ে মাছের খামারের আশেপাশে এসে মাদক সেবন করে এলাকার মেয়েরা স্কুলে
যেতেও অনেক সময় ভয় পায়। ঘটনার দিন এরা খামারী মাহামুদকে তারা মেরে ফেলার উদ্দেশ্যে হামলা
করে। তারা খামারের জমির মালিক এররাকার মুরব্বি মুক্তার গাজীর গায়েও হাত দেয়। তাদের অত্যাচারে এলাকার মানুষ খুবই উদ্বিগ্ন ও ক্ষুদ্ব হয়ে আছে। ঘটনার পর মৎস্য খামারী মাহদুল ইসলাম চাঁদপুর মডেল থানায় ২ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ, আমি সাকিব মৎস্য খামার দিয়া জীবিকা নির্বাহ করিয়া আসিতেছি। বিবাদীরা রঘুনাথপুর বসা গাজী বাড়ি এলাকার মোঃ বাবুল গাজীর ছেলে মোঃ শাকিল গাজী, মোঃ ইউনুছ গাজীর ছেলে জাহিদ গাজী (২১), মোঃ খোরশেদ শেখের ছেলে রাশেদ শেখ (২০), আব্দুর রব গাজীর ছেলে রিয়াদ গাজী (২২), মালেক গাজীর ছেলে সুজন গাজী (২১), আলী আকবর গাজীরে ছেলে সবু গাজী (২২), মৃত নুরুল ইসলাম গাহীর ছেলে নাদিম গাজী (২৩), নজরুল ইসলাম গাজীর ছেলে হাসিব গাজী(২২) সকলে অত্যাচারী, উশৃঙ্খল, লাঠিয়াল, মাদক সেবনকারী, বখাটে এলাকার খারাপ প্রকৃতির লোক। বিবাদীরা এলাকায় কাউকে গন্য মান্য করে না। বিবাদীরা প্রতিনিয়ত আমার মাছের খামারের পার্শ্বে অচ্ঞাতনামা লোকজন নিয়া সাদক সেবন করিয়া আসিতেছে। আমি বিবাদীদেরকে এখানে মাদক সেবনে বাধা প্রদান করলে তাহারা আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে দেখে
নেবে বলে বলিয়া হুমকি পধান করে। গত ২ জানুয়ারি দুপুর সোয়া ১টায় বিবাদীরা ও অজ্ঞাতনামা বিবাদীরা সহ পূর্বের ঘটনার ন্যায় বর্ণিত ঘটনাস্থলে বসিয়া মাদক সেবন করার সময় আমি বিবাদীদেরকে মাদকসেবনে বাঁধা প্রদান করায় বিবাদীরা আমার উপন ক্ষিপ্ত;হইয়া ছেনী, রড, লাঠিসোটা নিয়া বেআইনী জনতাবদ্ধে আমার উপর অর্তকিত হামলা করে। ১নং বিবাদী মোঃ;শাকিল গাজী (২০) হত্যার উদ্তেশ্যে তাহার হাতে থাকা ধারালো ছেনী দিয়া আমার মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কোপ আমি;হাত দিয়া ফিরাইতে
গেলে বাম হাতের তালুতে মারাত্মক কাটা রক্তাক্ত ও গুরুতর জখম হয়। ২নং জাহিদ;গাজী (২১) বিবাদী তাহার হাতে থাকা ছেনী দিয়া ডান হাতে কোপ মারিয়া কাটা রক্তাক্ত জখম করে। ৩ ও ৮ নং বিবাদীরাসহ অজ্ঞাতনামা বিবাদীরা লোকার রড ও লাঠি দিয়া আমারক এলোপাথারী পিটাইয়া আমার বুকে, পিঠে ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও থেথলানো জখম করে। বিবাদীরা খামারের অফিস রুম ও থাকার ঘর ভাঙ্গচুর করিয়া অনুমান ৫০ হাজার টাকা ক্ষতি সাধন করে। আমার ডাক চিৎকারে সাক্ষীরাসহ আশে
পাশের লোকজন আসিয়া বিবাদীদের কবল হইতে আমাকে প্রানে রক্ষা করে। বিবাদীরা এসময়
প্রকাশ্যে বলতে থাকে,এ বিষয়ে আইনের আশ্রয়;নিবে অমাকে মাদকসহ মামলা দিয়া ফাসাইয়া দিবে এবং মাছের খামারের মাছ মেরে ফেলবে বলিয়া হুমকি দিয়া ঘটস্থল ত্যাগ করে।