দমকল কর্মীরা জানায়, হরিনা এলাকায় রবি টাওয়ারের একটি নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে। ওই কক্ষের দ্বিতীয় ও তৃতীয় তলায় সকাল সাড়ে ১০টায় হঠাৎ আগুন ধরে যায়। এতে দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পুড়ে যায়।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দমকল কর্মীদের ধারণা। এতে কয়েক লাখ টাকার বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে টাওয়ারটি অক্ষত রয়েছে। এদিকে, নিয়ন্ত্রণ কক্ষ পুড়ে যাবার পর থেকে ওই এলাকায় রবির নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছে ওই এলাকার হাজার হাজার গ্রাহক। –