চাঁদপুর নিউজ=
চাঁদপুর শহরের হাটবাজার গুলোয় রমজানের শুরু থেকেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া। সমাজের ধন্যাঢ্য ব্যাক্তিরা ছাড়া মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষ বাজার করতে গিয়ে রিতিমত হিমশিম খাচ্ছে। প্রয়োজনের তুলনায় যৎসামান্য কিনাকাটা করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে এসব মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষকে।
শহরের বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, কাঁচা তরিতরকারী, শাক-সবজি, ডিম, মাছ-মাংস, চাল, পেয়াজ ও গুড়ো দুধের দাম আগের ছেয়ে বেড়েছে অনেক গুণ। বাজারে কিছু সবজির দাম কম থাকলেও শশা ও টমেটুর মতো মৌসুমি সবজির দাম রমজারে শুরুতেই বেড়েছে কেজি প্রতি ১০-২০ টাকা। রমজানের পূর্বে প্রতি কেজি দেশি পেয়াজের দাম ছিলো ২৮ টাকা বর্তমানে তা বেড়ে দাড়িয়েছে ৩৫-৪০ টাকায়। আর ইন্ডিয়া পেয়াজের দাম ৩০ টাকা থেকে বেড়ে দাড়িয়েছে ৪২-৪৫ টাকায়। এ ছাড়াও রমজানের পূর্বে প্রতি কেজি শোশার দাম যেখানে ছিলো ২৮ টাকা, বর্তমানে তা কিনতে হচ্ছে ৪০ টাকায়। তাই বাজারে ক্রেতাও আছে, প্রয়োজনীয় পণ্যও আছে। কিন্তু স্বাদ থাকা সত্তেও সাধ্যের অপারগতায় দির্ঘ সময় বাজারে ঘুরপাক খেয়ে পরিশেষে কোনরকম দায়সারা বাজার নিয়েই ফিরছেন অধিকাংশ ক্রেতারা। তারা বলছেন প্রশাসনের জোরালো বাজার মনিটরিং না থাকায় এক ধরণের অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছেন। যার ফলে বাজারে নিত্যপণ্যের দামে কোন লাগাম নেই। এ ভাবে চলতে থাকলে চলমান রমজানে অনেকেই ঠিকমত বাজার করতে পারবে না।
এদিকে খচরা ব্যবসায়ীরা বলেছেন, চাহিদার তুলনায় বাজারে এসব পণ্য সরবরাহ কম থাকায় তুলনামূলক দাম একটু বেশি দামে বিক্রি হচ্ছে।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।