শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুরে রাজনৈতিক দলের বিগত দিনের মামলার আসামীদের হরণ্যের খোজে যৌথবাহিনী মাঠে নেমেছে। গতকাল বুধবার দুই প্লাটুন (৪০) জন বিজিবি চাঁদপুরে এসে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয় যৌথবাহিনী গঠন করে একের অধিক মামলার আসামীদের গ্রেফতারের অভিযানে নেমেছে। ২০ দলীয় জোট তথা বিএনপি চেয়ারপ্যানসন বেগম খালেদা জিয়া ডাকা অনির্দিষ্টকালের অবরোধ পালনে নেতাকর্মীরা ভিবক্ত হয়ে চাঁদপুরে বিভিন্ন এলাকায় গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ ও যাত্রীর উপর হামলা চালিয়ে ব্যাপক নাশংকতা সৃষ্টি করে। চাঁদপুরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ল্েয ও নাশকতা রোধে অবশেষে যৌথবাহিনী সকল এলাকায় টহল দিয়ে নাশকতা কারীদের গ্রেফতার করতে কাজ করছে। গতকাল সন্ধ্যায় চাঁদপুরের নির্বাহী ম্যাজেস্ট্রিজ চিড়ালের নেতিত্বে মডেল থানা পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে বেশ কয়েকটি গাড়িযোগে শহরে প্রধান প্রধান শহরের প্রদনি করতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা যায়, বিগত দিনের দুই রাজনৈতিক দলেল মামলার আসামীদের গ্রেফতারের জন্য যৌথবাহিনী মাঠে নেমেছে। যাতে করে চাঁদপুর জেলায় কোন নাশকতা সৃষ্টি না ঘটে। এছাড়া রাজনৈতিক দলেল আসামীদের পাশাপাশি খুনি, সন্ত্রাসী ও বিভিন্ন মামলার দাগী আসামীদের গ্রেফতার করবে যৌথবাহিনী। অপারেশন কিনহার্ডের মত যৌথবাহিনী কাজ করবে। চাঁদপুরের দাগী ও বহু মামলার আসামীদের নামের তালিকা তৈরি করে তাদের কে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে বলে জানা যায়।