শাহরিয়ার খান কৌশিক,
চাঁদপুর -লাকসাম রেলওয়ের দুই পাশের জায়গা অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করছে বেশ কয়েকটি দখলবাজ চক্র।
চাঁদপুর শহরের কোর্ট স্টেশন থেকে বড় স্টেশন পর্যন্ত রেলওয়ের জায়গা দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে। বেশ কয়েকটি সঙ্ঘবদ্ধ দখলবাজ চক্র সরকারি সম্পদ দখল করে মার্কেট ও দোকান নির্মাণ করে তা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার বিকেলে বকুলতলা সংলগ্ন গুয়াখোলা রাস্তার মাথায় বাংলাদেশ রেলওয়ের নিজস্ব সম্পত্তি দখল করে দোকান নির্মাণ করতে দেখা যায়। গুয়াখোলা এলাকার মৃত ইউছুফ আলী প্রধানের ছেলে প্রবাসী আলাউদ্দিন প্রধানিয়া দেশে এসে তার ভাই নাছির সহ সঙ্ঘবদ্ধ দখলবাজ চক্রদের সাথে নিয়ে রেলওয়ের জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ করার পাঁয়তারা করছে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা ওসি নাসিম উদ্দিনের নির্দেশে এসআই অনুপ ঘটনাস্থলে গিয়ে দেখে রেলওয়ে জায়গা অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ করছে। দখলবাজ আলাউদ্দিন প্রধানিয়া তার ভাই নাসির এবং জয়নাল এলাকার বেশ কয়েকজন দালাল ও সন্ত্রাসীদের পাহারায় রেখে রেলওয়ের জায়গায় ইট বালু সিমেন্ট দিয়ে পাকা ভাবে দোকান নির্মাণ কাজ চালিয়ে যায় ।
এ সময় মডেল থানা পুলিশ অবৈধ দখলবাজ আলাউদ্দিন প্রধানিয়াকে দোকান নির্মাণ করতে বাধা দেয়।
এস আই অনুপ জানায়, রাস্তার পাশের জায়গাটি রেলওয়ে। রাস্তার পাশে থাকা রেলওয়ের জায়গা দখল করে দোকান নির্মাণ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি সাহেবের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে দোকান নির্মাণের কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে।