স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুরে রেলওয়ে পুলিশ ৪শ পিচ ইয়াবাসহ মো:মিজান হোসেন(২৫) ও মো:আলমগীর হোসেন (২৪) নামে ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।
গতকাল মঙ্গলবার রাত ১০টায় রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ উছমান গনি পাঠানের নিদ্দের্শে এস আই মো:সহিদুল্লাহ,এস আই মো:দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর স্টেশন এলাকায় ২ যুবকের প্যান্টের পকেট তল্লাশি করে ২শপিচ করে ৪শপিচ ইয়াবা উদ্বার করে। আটককৃতরা জানান, তারা আন্ত:নগর মেঘনা এক্রপ্রেস যোগে চট্রগ্রাম থেকে ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে বিক্রি করার জন্য চাঁদপুর স্টেশনে নামে। তাদের বাড়ি চট্রগ্রাম জেলার আনোয়ারা থানার চুন্না পাড়া ও একই এলাকার দক্ষীন পড়–য়া এলাকায়। তাদের পিতার নাম মো: জাকির হোসেন ও আ: ছালাম। তারা আরো জানায়,দীর্ঘ দিন যাবত তারা এ ব্যবসার সাথে জড়িত রযেছে।
এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশোধনী ২০০৪এর ১৯(১)ধারায় মামলা দায়ের করা হয়েছে।মামলা নং১ও ২ তারিখ ৩১-১-২০১৭