চাঁদপুর সংবাদদাতা॥ চাঁদপুরে রেলওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাজাঁসহ মো: আরিফ হোসেন(২৬) নামে এক জন গাজাঁ বিক্রেতা ও সেবনকারীকে আটক করেছে। গতকাল বুধবার সকালে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার রেলওয়ে রেস্ট হাউজের সামনে থেকে আরিফ হোসেনকে ব্যাগ তল্লাশী করে ব্যাগে থাকা পোটলায় ৫০০গ্রাম গাজাঁসহ জব্দ করা হয়। আরিফ শহরের ৫নং কয়লাঘাট এলাকার কুখ্যাত জুয়ারী আরব আলীর ছেলে। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় আটক ব্যাক্তির বিরুদ্বে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন(সংশোধনী/০৪) এর ১৯(১ টেবিল ৭(ক)ধারায় নিযমিত একটি মামলা দায়ের করা হযেছে। মামলা নং ০১তাং ১৩-১২-১৭ইং।
জানা যায়, লাকসাম থেকে ডেমু ট্রেনটি চাঁদপুর বড় স্টেশন প্লাটফরমে এসে পৌছলে, চাঁদপুর শহরের কুখ্যাত মাদক বিক্রেতা ও সেবককারী আরিফ হোসেনকে যাত্রী বেশী অবস্থায় বুধবার সকাল অনুমান ৯টা ৫ মিনিটের সময় একটি প্লাস্টিকের ব্যাগে ৫শ”গ্রাম গাজাঁ বাজারের ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় সে ব্যাগে থাকা গাঁজাসহ দ্রত গতিতে হেটে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। তখন রেলওয়ে থানার এস আই মো: সোলেমান সঙ্গীয় ফোর্সসহ আরিফ হোসেনের হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৫শ”গ্রাম গাজাঁ জব্দ করে তাকে তাৎক্ষনিক আটক করে থানায় নিয়ে যায়। সে তখন পুলিশের কাছে স্বীকার করেছে সে গাজাঁগুলো বিক্রির উর্দেশে নিয়ে যাচিছল। সে মতে তার বিরুদ্বে রেলওয়ে থানায় উপ-পরিদর্শক মো: সোলেমান বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছে।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।