চাঁদপুর সংবাদদাতা ঃ
চাঁদপুর শহরের অত্যন্ত ব্যস্ততম বানিজ্যিক বিতান চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের পাশে ১৬’শ ফুট জায়গার উপর দ্বি-তল ভবন নির্মাণ করে ৩০টি দোকান বানিয়ে ০৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পায়তারায় লিপ্ত রয়েছে বলে মার্কেট কমিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ মার্কেটের ৫ শতাধিক ব্যবসায়ীকে ধোকা দিয়ে ও বোকা বানিয়ে মসজিদ নির্মাণের নাম করে দ্বি-তল ভবন মার্কেট নির্মাণের কাজ করা হচ্ছে। এ ব্যাপাারে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামস্থ উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রেলওয়ের লাকসাম কাচারীর ভারপ্রাপ্ত আমিন আবু সাইদ পাটওয়ারী চাঁদপুর মডেল থানায় আবদুল আজিজ দুদু, জয়নাল আবেদীন, জাকির হোসেন নামে ০৩ জনকে বিবাদী করে চাঁদপুর মডেল থানায় গতকাল শনিবার রাত ১১ টায় একটি অভিযোগ দায়ের করেছেন। গত প্রায় ১৫ দিন যাবত শাসক দলীয় একটি মহল মার্কেট কমিটির সাথে যোগসাযোগে এ নির্মাণ কাজ করে যাচ্ছে বলে হকার্স মার্কেট ব্যবসায়ীরা জানান। এ সত্যতা নিশ্চিত করেছেন, লাকসাম কাচারীর ভারপ্রাপ্ত আমিন মোঃ আবু সাইদ পাটওয়ারী।
সরজমিনে চাঁদপুর শহরের কোর্ট ষ্টেশন হকার্স মার্কেটের নিকট এসবি খালের পাড়ে গিয়ে জানা যায়, চাঁদপুর শহরের অত্যন্ত ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ বানিজ্যিক বিতান রেলওয়ে হকার্স মার্কেট। এখানে ছোট বড় প্রায় ৫ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যা ২৪ ঘন্টা জমজমাট অবস্থায় ব্যবসা বানিজ্য পরিচালিত হয়ে আসছে। তারই পাশে চাঁদপুরের উল্লেখ্যযোগ্য এসবি খালের পাড়ে রেলওয়ে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে লীজ বিহীন অবৈধভাবে চাঁদপুর পৌরসভা থেকে কোন প্রকার প্ল্যান পাস না করে সম্পূর্ণ অবৈধভাবে ১৬’শ বর্গফুট জায়গার উপর দ্বি-তল পাকা ভবন নির্মাণ করছে হকার্স মার্কেট কর্তৃপক্ষ। হকার্স মার্কেট ব্যবসায়ীদের বোকা ও ধোকা দিয়ে মসজিদ নির্মাণের নাম ভাঙ্গিয়ে ০৩টি স্থানে ০৩টি সাইন বোর্ড সাটিয়ে এ কাজ করা হচ্ছে। এখানে নিচে পূর্বে ২০টি দোকান নির্মাণ করা হয় অবৈধভাবে। বর্তমানে এখানে দ্বি-তল ছাদ ঢালাই দিয়ে সেখানে ৩০টি দোকান নির্মাণের কাজ চলছে। প্রতিটি দোকান থেকে ৮/১০ লক্ষ টাকা করে অগ্রিম হিসেবে মার্কেট কমিটি প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে মার্কেটের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী অভিযোগ করে জানান। রমজান মাসকে পুজি করে মসজিদের নামে ধর্মপ্রাণ মুসলমানদের ভুল বুঝিয়ে গত প্রায় ১৫ দিন যাবত এ কাজ পুরো দমে করা হচ্ছে। হকার্স মার্কেট কমিটি যে ০৩টি সাইন বোর্ড স্থাপন করে যেখানে লেখা রয়েছে মসজিদের কাজ চলছে, মুক্ত হস্তে সাহায্যে করুন। অথচ হকার্স মার্কেটের পশ্চিম মাথায় রেলওয়ের জায়গায় বাইতুল আমিন নামে তৃতীয় তলা ভবন বিশিষ্ট একটি মসজিদ রয়েছে। পূর্ব দিকে রয়েছে চিশতীয়া জামে মসজিদ নামে একটি বিশাল মসজিদ। মসজিদের সাহায্যের নাম করে সাধারণ মানুষের চোখকে আই ওয়াস করে নির্মাণ কাজ সম্পন্ন করার পর সেখানে ৩০টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করা হবে বলে ব্যবসায়ীরা জানান। রেলওয়ের লাকসামের দায়িত্বরত ভারপ্রাপ্ত আমিন আবু সাইদ চাঁদপুর থানায় যে অভিযোগ পত্র দাখিল করেছেন তা থেকে জানা যায়, রেলওয়ের বাধা অমান্য করে কোর্ট ষ্টেশনের উত্তর পাশে রেলওয়ে হকার্স মার্কেটের পূর্ব দিকে খালের পাড়ে মাষ্টার প্ল্যান বর্হির ভুত স্থানে রেল ভূমিতে হকার্স মার্কেটের পাকা নির্মিত পাবলিক টয়লেটের উপরে ও পাশের্^ ১৬’শ বর্গফুট রেলওয়ে ভূমিতে সেমি পাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে অবৈধভাবে। যা রেলওয়ে জমি জমা নীতিমালা আইনের সম্পূর্ণ পরিপন্তি। তিনি মডেল থানার অভিযোগপত্রে অনুরোধ করে জানান, উপরোক্ত অভিযুক্ত ব্যক্তিগণের বিরুদ্ধে রেল ভূমির উপর অবৈধভাবে রেলওয়ে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে হকার্স মার্কেটের পাশে সেমি পাকা দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করাসহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। অপরদিকে খবর নিয়ে জানা যায়, লাকসামের আমিন আবু সাইদ মার্কেট কর্তৃপক্ষের সাথে গোপনে হাত মিলিয়ে বর্তমান হকার্স মার্কেট কমিটির দায়িত্বরত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগপত্র না দিয়ে সাবেক কমিটির কর্মকর্তাদের মধ্যে ০৩ জনের বিরুদ্ধে এ অভিযোগটি করে রেলওয়ের সাথে প্রতারনা করেছে। অভিজ্ঞ মহলের মতে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে সরজমিনে এ কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন বলে মনে করেন। এ ব্যাপারে মার্কেটের দায়িত্বরত নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন আনু জানান, মার্কেট ব্যবসায়ীদের সুবিধার্থে এখানে মসজিদের স্থান নির্মাণ করা হচ্ছে হকার্স মার্কেটের ব্যবসায়ীরা নামাজ পড়ার জন্য। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্মাণ কাজের ব্যয় হকার্স মার্কেটের ব্যবসায়ীরা বহন করছে। এ ব্যাপারে রেলওয়ে হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, ব্যবসায়ীদের নামাজের সমস্যা হচ্ছে চিন্তা করে আমরা মার্কেটের পাশে দ্বি-তল ভবন বানিয়ে সেখানে নামাজের জন্য জায়গা স্থান নির্মাণ করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হকার্স মার্কেটের পূর্ব পশ্চিম দিকে বাইতুল আমিন ও চিশতিয়া জামে মসজিদ রয়েছে। সেখানেই তো ব্যবসায়ীরা নামাজ আদায় করতে পারে। তখন তিনি বলেন, ব্যবসায়ী সেখানে না গিয়ে রেল লাইনের পাশে প্রতি রমজানেই তারাবি নামাজ আদায় করে থাকে। তাই তাদের নামাজের অসুবিধার কথা চিন্তা করে এখানে মসজিদের স্থান নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) জাহাঙ্গীর আলমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, এ ধরনের মার্কেট নির্মাণ হচ্ছে বলে আমার জানা নেই। রেলওয়ে জায়গায় অবৈধভাবে যে কোন প্রতিষ্ঠান নির্মাণ করা হলে তা ভেঙ্গে ফেলা রেলওয়ের আইনে রয়েছে। আমি খোঁজ খবর নিয়ে জরুরী ভিত্তিতে অবৈধ মার্কেট নির্মাণের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব।